বঙ্গোপসাগরে ডাকাতদের ধাওয়া, ডুবে গেল ট্রলার ২৪ ঘণ্টা সাগরে ভেসে উদ্ধার ১৮ জেলে
নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে ডাকাতদের তাড়া খেয়ে পালানোর চেষ্টাকালে ধাক্কা খেয়ে ডুবে যায় একটি মাছধরা ট্রলার। প্রাণের ভয়ে ২৪ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অবশেষে অন্য জেলেদের সহযোগিতায় উদ্ধার হন এমভি আবুল কালাম নামের ট্রলারটির ১৮ জেলে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিঝুমদ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে সোমবার বিকেলে চরঈশ্বর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়। সবাই হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা।
উদ্ধার হওয়া জেলেরা জানান, শুক্রবার সকালে ট্রলারটি মাছ ধরতে গভীর সমুদ্রে যায়। হঠাৎ একদল সশস্ত্র জলদস্যু তাদের ধাওয়া করে। ট্রলারচালকরা প্রাণ ও সম্পদ বাঁচাতে দ্রুত পালানোর চেষ্টা করেন। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে ডাকাতরা পিছন থেকে জোরে ধাক্কা দিলে ট্রলারটি উল্টে যায় এবং অর্ধেকের বেশি অংশ ডুবে যায়। এ সময় ডাকাতরা পালিয়ে গেলে জেলেরা ট্রলারের ভাঙা অংশ ধরে প্রাণ বাঁচাতে ভেসে থাকেন।
ট্রলারের মালিক কালু মাঝি বলেন,আমার কোটি টাকার ট্রলার আর সম্পদ চোখের সামনে সাগরে পুড়ে গেল। জেলেরা ২৪ ঘণ্টা ভেসে থেকে বেঁচে এসেছে। অবশেষে অন্য উপজেলার দুটি ট্রলার তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।
হাতিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিকুর রহমান জানান,ঘটনার খবর পেয়েছি। তবে ঘটনাস্থল নিঝুমদ্বীপ থেকে অনেক দূরে এবং আমাদের ভারি জাহাজ না থাকায় গভীর সমুদ্রে অভিযান চালানো সম্ভব হয়নি।
স্থানীয় জেলেরা জানান, প্রায়ই গভীর সমুদ্রে ডাকাতরা এভাবে হামলা চালালেও কার্যকর অভিযান না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।