ভোক্তা অধিকারের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকারের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
মেয়াদোত্তীর্ণ মালামাল, মূল্য তালিকা প্রদর্শন না করা, পন্যের গায়ে লেবেল ও মূল্য না থাকা, খাবার হোটেলে অপরিস্কার এবং অনুমোদনবিহীন পন্য রাখাসহ বিভিন্ন অপরাধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়।
শনিবার ৫ জুন কক্সবাজারের রামু উপজেলার পানির ছড়া মামুন মিয়া বাজার ও চা বাগান স্টেশনে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কক্সবাজার জেলার সহকারী পরিচালক হাসান আল মারুফ।
তদারকিকালে মেয়াদোত্তীর্ণ মালামাল পাওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা, পন্যের গায়ে লেবেল ও মূল্য না থাকা, খাবার হোটেলে অপরিস্কার থাকা, এবং অনুমোদনবিহীন পন্য রাখাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ১৯০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রতিষ্ঠানসমুহকে একই অপরাধ পুনরায় না করার জন্য সর্তক করা হয়।
অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন রামু থানার পুলিশের একটি টিম।