ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া

জাতীয় সমাবেশ সফল করতে ৭ দফা দাবির পক্ষে প্রচার

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ওছখালী পুরাতন বাজার থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রদক্ষিণ করে উপজেলা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নূর উদ্দিন মেশকাত। তিনি বলেন,

“জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশের ডাক দিয়েছেন। ঐতিহাসিক জাতীয় সমাবেশে দেশের সকল প্রান্ত থেকে নেতা-কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। জাতীয় সমাবেশ থেকে অবিলম্বে আমাদের সাত দফা দাবি মেনে নিতে হবে। বিপ্লবের বর্ষপূর্তি হতে চলছে, অথচ অন্তর্বর্তীকালীন সরকার এখনো জুলাই সনদ প্রণয়ন করেনি। অবিলম্বে জুলাই সনদ প্রণয়ন করতে হবে। জামায়াতে ইসলামীর সাত দফা দেশের আঠারো কোটি মানুষের দাবি।”

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ আবদুল ওহাব বাবুল, ব্যবসায়ী নেতা আবদুল কাদেরসহ উপজেলা, পৌরসভা ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জামায়াত সূত্রে জানা যায়, আগামী ১৯ জুলাই ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে এই প্রচার মিছিলের আয়োজন করা হয়। হাতিয়া পৌরসভার আমীর মাওলানা তাওফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
১১ বার পড়া হয়েছে

হাতিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

আপডেট সময় ০৯:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

জাতীয় সমাবেশ সফল করতে ৭ দফা দাবির পক্ষে প্রচার

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ওছখালী পুরাতন বাজার থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রদক্ষিণ করে উপজেলা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নূর উদ্দিন মেশকাত। তিনি বলেন,

“জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশের ডাক দিয়েছেন। ঐতিহাসিক জাতীয় সমাবেশে দেশের সকল প্রান্ত থেকে নেতা-কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। জাতীয় সমাবেশ থেকে অবিলম্বে আমাদের সাত দফা দাবি মেনে নিতে হবে। বিপ্লবের বর্ষপূর্তি হতে চলছে, অথচ অন্তর্বর্তীকালীন সরকার এখনো জুলাই সনদ প্রণয়ন করেনি। অবিলম্বে জুলাই সনদ প্রণয়ন করতে হবে। জামায়াতে ইসলামীর সাত দফা দেশের আঠারো কোটি মানুষের দাবি।”

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ আবদুল ওহাব বাবুল, ব্যবসায়ী নেতা আবদুল কাদেরসহ উপজেলা, পৌরসভা ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জামায়াত সূত্রে জানা যায়, আগামী ১৯ জুলাই ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে এই প্রচার মিছিলের আয়োজন করা হয়। হাতিয়া পৌরসভার আমীর মাওলানা তাওফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।