হাতিয়ার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, ব্যক্তির ভাগ্যের পরিবর্তন হয়েছে – অ্যাড.শাহ মাহফুজুল হক
২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (GPA-5) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা দক্ষিণ শাখা।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় হাতিয়ার ঐতিহ্যবাহী আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সাইফুর রসূল ফুয়াদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হাতিয়া আদর্শ থানা ছাত্রশিবির সভাপতি মো. আবদুল ওহাব বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। তার বক্তব্যে তিনি বলেন,
হাতিয়ার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, ব্যক্তির ভাগ্যের পরিবর্তন হয়েছে। আজকের এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের দেশনেতা। এই অর্জন শুধু পরিবারের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এই সফলতার পেছনে রয়েছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাস্ট শাখা সভাপতি তারেক মনোয়ার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“শুধু একাডেমিক সাফল্যই নয়, নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে গড়ে উঠতে হবে। প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার প্রস্তুতি নিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জি. এম. ইব্রাহিম – সভাপতি, হাতিয়া প্রেসক্লাব
মাস্টার বোরহানুল ইসলাম – আমীর, জামায়াতে ইসলামি হাতিয়া উপজেলা
হাফেজ তৌফিক ইসলাম – আমীর, হাতিয়া পৌরসভা জামায়াত
আজগর আলী রবিন – সভাপতি, হাতিয়া উপজেলা ছাত্রশিবির
সংবর্ধনা অনুষ্ঠানে হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি মেধাবীদের প্রেরণা জোগানোর পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয় নিয়ে সম্পন্ন হয়।