ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিঝুমদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যানের অভিযোগ সঠিক নয়, প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া

হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তারের করা অভিযোগ মিথ্যা দাবি করে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৮ জুলাই) দুপুরে নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে অংশ নেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সাহেদ উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল মুমিন বাবলু, বন্দরটিলা বাজার বণিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি মো. ইলিয়াস মাহমুদসহ ইউনিয়নের বিভিন্ন শাখার অন্তত ৫ শতাধিক নেতা-কর্মী।

 

বক্তারা বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদে গিয়ে প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তারের কাছে টিআর, কাবিখা ও কর্মসূচির প্রকল্পের ব্যয়ে বাস্তবায়িত কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে ব্যর্থ হন। একপর্যায়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয় এবং তিনি পরিষদ ত্যাগ করেন।

পরে লাভলী আক্তার বিভিন্ন মহলে তাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন বক্তারা। তারা বলেন, তার নিজের দুর্নীতি ঢাকতেই দলের নেতা-কর্মীদের ওপর অপবাদ দিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের গুজব ছড়িয়ে পড়লে নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যানসহ বেশিরভাগ সদস্য আত্মগোপনে চলে যান। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তারের নেতৃত্বে পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
১০ বার পড়া হয়েছে

নিঝুমদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যানের অভিযোগ সঠিক নয়, প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

আপডেট সময় ০৬:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তারের করা অভিযোগ মিথ্যা দাবি করে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৮ জুলাই) দুপুরে নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে অংশ নেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সাহেদ উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল মুমিন বাবলু, বন্দরটিলা বাজার বণিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি মো. ইলিয়াস মাহমুদসহ ইউনিয়নের বিভিন্ন শাখার অন্তত ৫ শতাধিক নেতা-কর্মী।

 

বক্তারা বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদে গিয়ে প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তারের কাছে টিআর, কাবিখা ও কর্মসূচির প্রকল্পের ব্যয়ে বাস্তবায়িত কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে ব্যর্থ হন। একপর্যায়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয় এবং তিনি পরিষদ ত্যাগ করেন।

পরে লাভলী আক্তার বিভিন্ন মহলে তাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন বক্তারা। তারা বলেন, তার নিজের দুর্নীতি ঢাকতেই দলের নেতা-কর্মীদের ওপর অপবাদ দিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের গুজব ছড়িয়ে পড়লে নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যানসহ বেশিরভাগ সদস্য আত্মগোপনে চলে যান। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তারের নেতৃত্বে পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।