ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া

নোয়াখালীর হাতিয়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী অভিভাবককে অশালীন গালমন্দ ও মামলার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে।

 

অভিযুক্ত শিক্ষক হলেন— জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ম্যাকপার্শ্বান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন অর রশিদ। তার বিরুদ্ধে পূর্বেও নানা অনিয়মের অভিযোগ ছিল বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাওরাতের পড়াশোনা ও বৃত্তি পরীক্ষা সংক্রান্ত খোঁজ নিতে অভিভাবক বাকের হোসেন বিদ্যালয়ে যান। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে ফেরার পরই প্রধান শিক্ষক ফোনে তাকে অশ্লীল ভাষায় গালাগালি ও মামলার হুমকি দেন।

 

অভিভাবক বাকের হোসেন বলেন,
“আমি শুধু ছেলের পড়ালেখা জানতে স্কুলে গিয়েছিলাম। অথচ প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে আমাকে অপমান করেছেন এবং ভয়ভীতি দেখিয়েছেন। এতে

আমি চরম বিব্রত হয়েছি।”

অভিযোগ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা জানান,
“সন্তানের পড়াশোনা নিয়ে খোঁজ নেওয়া প্রতিটি অভিভাবকের অধিকার। অথচ একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্যই অপমানজনক ও অগ্রহণযোগ্য।”

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গোলাম ছাওয়ার ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, তারা নিজের চোখে দেখেছেন কিভাবে প্রধান শিক্ষক ফোনে বাকের হোসেনকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মামুন অর রশিদ পাল্টা মন্তব্য করে বলেন,
“আমার বিরুদ্ধে অভিযোগ করলে আমি তার বিরুদ্ধেও ফৌজদারি ব্যবস্থা নেব।”

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল জব্বার বলেন,
“অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
৩ বার পড়া হয়েছে

হাতিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

আপডেট সময় ০৭:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীর হাতিয়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী অভিভাবককে অশালীন গালমন্দ ও মামলার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে।

 

অভিযুক্ত শিক্ষক হলেন— জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ম্যাকপার্শ্বান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন অর রশিদ। তার বিরুদ্ধে পূর্বেও নানা অনিয়মের অভিযোগ ছিল বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাওরাতের পড়াশোনা ও বৃত্তি পরীক্ষা সংক্রান্ত খোঁজ নিতে অভিভাবক বাকের হোসেন বিদ্যালয়ে যান। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে ফেরার পরই প্রধান শিক্ষক ফোনে তাকে অশ্লীল ভাষায় গালাগালি ও মামলার হুমকি দেন।

 

অভিভাবক বাকের হোসেন বলেন,
“আমি শুধু ছেলের পড়ালেখা জানতে স্কুলে গিয়েছিলাম। অথচ প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে আমাকে অপমান করেছেন এবং ভয়ভীতি দেখিয়েছেন। এতে

আমি চরম বিব্রত হয়েছি।”

অভিযোগ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা জানান,
“সন্তানের পড়াশোনা নিয়ে খোঁজ নেওয়া প্রতিটি অভিভাবকের অধিকার। অথচ একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্যই অপমানজনক ও অগ্রহণযোগ্য।”

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গোলাম ছাওয়ার ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, তারা নিজের চোখে দেখেছেন কিভাবে প্রধান শিক্ষক ফোনে বাকের হোসেনকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মামুন অর রশিদ পাল্টা মন্তব্য করে বলেন,
“আমার বিরুদ্ধে অভিযোগ করলে আমি তার বিরুদ্ধেও ফৌজদারি ব্যবস্থা নেব।”

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল জব্বার বলেন,
“অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”