রাবি অ্যালামনাইয়ের যুগ্ম কল্যাণ সম্পাদক নির্বাচিত হাতিয়ার তাফসির
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম কল্যাণ ও উন্নয়ন সম্পাদক নির্বাচিত হলেন হাতিয়ার সাব্বির আহমেদ তাফসির,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রুয়ায় (রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন) যুগ্ম কল্যাণ ও উন্নয়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাতিয়ার কৃতি সন্তান সাব্বির আহমেদ তাফসির। তার এই নির্বাচনে দ্বীপ উপজেলা হাতিয়ায় বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন স্বজন, বন্ধুবান্ধব ও শিক্ষিত সমাজ।
সাব্বির আহমেদ তাফসির সাবেক অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিনের ছেলে এবং বিশিষ্ট আলেম মাওলানা রুহুল আমীন মুহাদ্দিস সাহেবের নাতি। তার নির্বাচনে স্থানীয়ভাবে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। অনেকে তাকে ফোন করে উৎসাহ ও শুভেচ্ছা জানাচ্ছেন। প্রত্যাশা করা হচ্ছে, এই পদ থেকে তিনি দ্বীপের অসহায় শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
রুয়া প্রতিষ্ঠার ২৬ বছর পর এ বছর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৬ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে মোট ৫১টি পদে ভোটগ্রহণ হয়। প্রার্থীতা প্রত্যাহারের কারণে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন প্রার্থীরা।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হন আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন।
সাব্বির আহমেদ তাফসির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ছিলেন। তিনি ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক এবং সোহরাওয়ার্দী হল শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।