গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে পুলিশের প্রতিবেদন
নওগাঁর পত্নীতলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্য এবং মব সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে উপজেলা বিএনপি ( একাংশ ) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৬ টায় নজিপুর বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নজিপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ – ২ ( ধামইরহাট – পত্নীতলা ) সংসদীয় আসনের দলীয় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার সাবেক সফল মেয়র আনোয়ার হোসেন, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য আবু তাহের চৌধুরী ( ভিপি মন্টু ), মোঃ মোস্তফা , ছাত্রদল নেতা আবু হুরায়রা বিল্লা সহ এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।