ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার নৌ-যোগাযোগ বন্ধ

সাব্বির ইবনে ছিদ্দিক

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার নৌ-যোগাযোগ বন্ধ

 

সাব্বির ইবনে ছিদ্দিক

হাতিয়া প্রতিনিধি: দূর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শুক্রবার (২৫ জুলাই) সকালে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশ দেন।

 

 

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, নির্দেশনা অনুযায়ী সকাল থেকেই ঘাটে গিয়ে যাত্রী পারাপার বন্ধ করা হয়েছে। এতে নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটের সি-ট্রাক ও বেসরকারি যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

 

 

এদিকে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা-হাতিয়া রুটের যাত্রীবাহী জাহাজ এবং চট্টগ্রাম-হাতিয়া রুটের সরকারি জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে। সকালে নলচিরা ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, অসংখ্য লাইটার জাহাজ উপকূলের কাছাকাছি নোঙর করে আছে। সমুদ্র তখনো প্রচণ্ড উত্তাল ছিল।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন,

দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সকল নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী পারাপার একেবারে বন্ধ থাকবে। এছাড়া মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
৯ বার পড়া হয়েছে

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার নৌ-যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০১:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার নৌ-যোগাযোগ বন্ধ

 

সাব্বির ইবনে ছিদ্দিক

হাতিয়া প্রতিনিধি: দূর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শুক্রবার (২৫ জুলাই) সকালে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশ দেন।

 

 

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, নির্দেশনা অনুযায়ী সকাল থেকেই ঘাটে গিয়ে যাত্রী পারাপার বন্ধ করা হয়েছে। এতে নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটের সি-ট্রাক ও বেসরকারি যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

 

 

এদিকে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা-হাতিয়া রুটের যাত্রীবাহী জাহাজ এবং চট্টগ্রাম-হাতিয়া রুটের সরকারি জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে। সকালে নলচিরা ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, অসংখ্য লাইটার জাহাজ উপকূলের কাছাকাছি নোঙর করে আছে। সমুদ্র তখনো প্রচণ্ড উত্তাল ছিল।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন,

দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সকল নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী পারাপার একেবারে বন্ধ থাকবে। এছাড়া মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।