শেখ হাসিনার বিচারের দাবিতে চাটখিলে যুব দলের বিক্ষোভ সমাবেশ
চাটখিল প্রতিনিধি:
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে দেশ ব্যাপি যুব দলের বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা ও পৌরসাভা যুব দলের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আনিতাশ পেট্রোল পাম্পের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব দলের সভাপতি জহির উদ্দীন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এ্যডভোকেট আবু হানিফ, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শাহাজান রানা, পৌরসভা বিএনপির আহবায়ক দেওয়ান শামছুল আরিফিন শামিম ও সদস্য সচিব এহসানুল হক মাসুদ।
সভায় বক্তব্য রাখেন, যুব দল নেতা সোলেমান বাহার, ওমর ফারুক, সোলতান বাবর, গেয়াস উদ্দিন সুমন, সাইফুল ইসলাম জগলু, ফখর উদ্দিন ফিরোজ ও তারেক আজিজ শিপন প্রমূখ। সভা পরিচালনা করে পৌর বিএনপির আহবায়ক মাসুদ রানা।
সভায় বক্তারা বলেন স্বৈরাচার খুনি হাসিনা ও তার দোসাদের দ্রুত বিচারের ব্যবস্থা করার জন্য অন্তবর্তীকালিন সরকারের কাছে দাবি জানিয়েছেন।