চাটখিলে হঠাৎ ককটেল বিস্ফোরণ
চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল পৌর শহরে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের শব্দে স্থানীয় জনগণকে এদিক-ওদিক ছুটাছুটি করতে দেখা যায়।
বুধবার রাত সাড়ে আটটার দিকে চাটখিল বাজারের প্রধান সড়কে ( চাটখিল বদলকোট রোডের মুখে) ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বললে তারা দৈনিক নয়া বঙ্গবাজারকে জানান, পরপর ৬/৭ ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন । এ সময় জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ককটেল বিস্ফোরণকারীরা কোন দিকে গিয়েছে তা লক্ষ্য করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন বলাবলি করছেন এটা জামাত শিবিরের মিছিলের অংশ হতে পারে।
ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক ও ওসি তদন্ত বিমল কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এই রিপোর্ট লেখার সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক নোয়াখালীর আলো কে বলেন, আমরা ঘটনার বিষয় তদন্ত করছি। এ ঘটনার সাথে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।