চাটখিলে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারধর বসতবাড়ি ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ
চাটখিল প্রতিনিধি:
নোয়াখালী চাটখিল উপজেলা পৌর এলাকার সুন্দরপুরের বাঁশি তপদার বাড়ির মিশুক চালক মো. মান্নান (৩৬) এর ঘরের মাদক সেবনে বাঁধা দেওয়ায় মাদক সেবিরা মিশুক চালক ও তার স্ত্রীকে মারধর করে আহত করে। এসময় মাদক সেবিরা তার ঘরে থাকা ৪৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে চালক মো. মান্নান থানায় ও স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পে গত মঙ্গলবার বিকেলে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, মিশুক চালক মো. মান্নান গত সোমবার সন্ধ্যায় তার ঘরে এসে দেখে তার বাড়ির মৃত সোলেমান এর ছেলে মাদক সম্রাট বাহার (৩০) পৌরসভার হাজী বাড়ির মনির হোসেনের ছেলে রবি@কালু (১৮), অজি বাড়ির দুলালের ছেলে মো. সাগর (১৮), মো. ফারুকের ছেলে রানা (১৮), ও আফসার উদ্দীন পাটোয়ারী বাড়ির বাবুর ছেলে সিয়াম (২০) মাদক সেবক ও মাদক ব্যবসায়ীরা তার বসত ঘরে ঢুকে মাদকের আসর বসায়। এসময় তিনি তাদের কে বাঁধা দিলে তারা তাকে গালমন্দ করে ঘর থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর মিশুক নিয়ে ভূইয়া বাড়ির সামনে গেলে তারা তাকে অতর্কিত হামলা করে মারধর করে। তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তারা তার বসত ঘরে গিয়ে হামলা করে ঘর ভাঙচুর করে। এসময় তার স্ত্রী সূর্বণা আক্তার (৩০) বাধা দিলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করে ঘরে থাকা নগদ ৪৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে চাটখিল থানা ওসি মো. ফিরোজ আহমেদ চৌধুরি সঙ্গে যোগাযোগ করল তিনি অভিযোগ প্রাপ্তির কথা শিকার করে বলেন, মাদক সেবিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।