চাটখিলে দোকান ঘর জবর দখলের চেষ্টা – দোকান মালিককে মারধর ও হত্যার হুমকি
চাটখিল প্রতিনিধি:
চাটখিল পৌর শহরে সবজি বাজারে ৩টি দোকান ঘর জবর দখলের চেষ্টা, দোকান মালিক কে মারধর ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানা ও সেনাবাহিনী ক্যাম্পে দোকান মালিক অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার রাতে দোকান মালিক আশ্রাফুল আজিম রুবেল (৪৭) চাটখিল প্রেস ক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।
আশ্রাফুল আজিম রুবেল জানান, গত (৭আগস্ট) সন্ধ্যায় ছয়ানী টবগা গ্রামের আলা উদ্দিন ভূঁইয়া (৫৩)
আমার মালিকানা ভোগদখলীয় দোকান ঘর ৩টি ভাড়াটিয়াদের ভয়ভীতি লাগিয়ে তাদের কাছ থেকে ভাড়া দাবি করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকে মারধার করে এবং ভয়ভীতি দেখায়।
এব্যাপারে আমি গত (২২ আগস্ট) চাটখিল থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করি। পুলিশ ঘটনাস্থলে এসে ভাড়াটিয়াদের আলাউদ্দিন কে ভাড়া না দেয়ার নির্দেশ দেয় ও সেনা কর্মকর্তারা ও একই নিদের্শ দেন। এ ঘটনার ধারাবাহিকতায় গত (৩ সেপ্টম্বর) রাতে আলাউদ্দিন ভূঁইয়া ও তার ভাই কপিল উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজন আমার দোকানের ভাড়াটিয়াদের ধমক দিয়ে ভাড়া আদায় করার চেষ্টা করে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাকে পুনরায় মারধর করে হত্যার হুমকি ও দেয় আলাউদ্দিন ভূঁইয়া।
এব্যাপারে আলাউদ্দিন ভূঁইয়া’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি ঘটনা অস্বীকার করেন।
চাটখিল থানা (ভারপ্রপ্ত) কর্মকর্তা ইমদাদুল হক অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন।