বেগমগঞ্জের আমানুল্লাহপুরে কলেজ ছাত্রের রগ কেটে দিয়েছে কিশোর গ্যাং
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের বাহিনী প্রধান তারেক, মনির ও নাজিমের নেতৃত্বে সাকিব (২৪) নামে এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে ঘরের ভেতর এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করায়।
শনিবার (২৯ জুন) দুপুরের দিকে বেগমগঞ্জের কাচিহাঁটা এলাকায় কিশোর গ্যাং বাহিনীর ১০-১৫ জন সন্ত্রাসী এ হামলা চালায়।
এ সময় সাকিবের চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হলে তারা সাকিবকে কুপিয়ে পালিয়ে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি দেখলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।
আহত সাকিব আমানুল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটার প্রবাসী শহিদুলের ছেলে। সে স্থানীয় সুলতানপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসা শাখার ছাত্র ।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জানান, আমরা এ হামলার বিষয়ে শুনেছি। তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।