চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলা
নোয়াখালীর আলো ডেস্ক :
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১ নং সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযুদ্ধোর সন্তানের নাম সাইফুল ইসলাম (৪২)। তার পিতার নাম হুমায়ুন আলম ভূইয়া।
গত ২৬ শে জুন বুধবার সকাল ৯.০০ ঘটিকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাহাপুর উজির আলী ভূইয়া বাড়িতে আলমগীর হোসেন ভূইয়া ও তার ছেলে মিরাজ হোসেনসহ আরো ২/৩ জন মিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুলের উপর দেশীয় অস্ত্রসহ আক্রমণ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন প্রতিহত করে সমাধানের জন্য বসার সিদ্ধান্ত দেয়। এরপর কিছুক্ষণ পরে আলমগীর হোসেন ভূইয়া ও তার ছেলে মিরাজ হোসেন সেই সিদ্ধান্ত উপেক্ষা করে হুমায়ুন আলম ভূঁইয়ার ছেলে সাইফুল ইসলাম দের ঘরের পাশের গাছ কেটে ফেলে।
মুক্তিযোদ্ধা হুমায়ুন আলম ভূঁইয়ার ছেলে সাইফুল ইসলাম জানায়, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার চাচা আলমগীর হোসেন ভূইয়া ও তার ছেলে মেয়ে সহ আমার জায়গা অন্যায় ভাবে ভোগ করার জন্য চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৬শে জুন রোজ বুধবার সকাল ৯.০০ ঘটিকার সময় আমার ১৪/১৫ বছর থেকে ভোগ করা দোকানের সামনে বাশ দিয়ে দখল করতে গেলে আমি বাধা দিলে আমার উপর অতর্কিত হামলা করে। পরবর্তীতে এলাকার লোকজন এসে আমাকে রক্ষা করে। তারা বসার একটা সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্ত উপেক্ষা করে কিছুক্ষণ পরে আমার চাচা ও তার ছেলে মেয়েসহ আমার ঘরের সামনে গাছ কেটে ফেলে। আমি এটার বিচার চাই।
এ ব্যাপারে আলমগীর হোসেন এর সাথে কথা বললে সে জানায়, আমার গাছ আমি কেটেছি। সাইফুল আমার জায়গা অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে। আমি এর উপযুক্ত বিচার দাবি করি।