হাতিয়ায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
সাবহেড:দীর্ঘ অনুপস্থিতি, ছাত্রীদের লাঞ্ছনা ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগ।
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া:
বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম টুটুলের অপসারণের দাবিতে
মানববন্ধন করেছে বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
বুধবার (২ জুলাই) দুপুরে বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে আসে।পরে উপজেলা সদরে প্রধান সড়কে তারা মানববন্ধন করে।ভিক্ষুক মিছিল করেন
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম টুটুল গত দুই মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এছাড়া তিনি বিদ্যালয়ে উপস্থিত থাকাকালীন সময়ে শিক্ষকদের সাথে অশোভন আচরণ, ছাত্রীদের সাথে কুরুচিপূর্ণ ও মানসিক লাঞ্ছনাকর ভাষা ব্যবহার করে থাকেন।
এমনকি বিদ্যালয়ের অর্থনৈতিক খাতে রয়েছে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি।
এক ছাত্রী মানববন্ধনে বলেন, ‘স্যারের আচরণে আমরা আতঙ্কিত। আমাদের মা-বাবার সাথেও অশোভন ব্যবহার করেন। স্কুলে নিয়মিত না আসায় আমাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।’
আরেক ছাত্র বলেন, ‘প্রধান শিক্ষক টুটুল স্যারকে দ্রুত অপসারণ করতে হবে। নইলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের বিস্তারিত উল্লেখ করে একটি স্মারকলিপি জমা দেয়।